চলমান বিপিএলে নতুন মুখ হিসেবে আত্মপ্রকাশ করেছে নোয়াখালী এক্সপ্রেস। যদিও মাঠে তাদের পারফরম্যান্স এখনও আকাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি এবং চারটি ম্যাচের সবকটিতেই হেরেছে দলটি, তবুও প্লে-অফে খেলার স্বপ্ন এখনো ছুঁড়ে ফেলেননি তাদের বিদেশি অলরাউন্ডার মাজ সাদাকাত।
আজ মঙ্গলবার সিলেটে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে মাজ বলেন, “দলটা পরিবারের মতো। আমরা যদিও কিছু ম্যাচ হেরে গেছি, তবে আমাদের সমর্থন দিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আমাদের দল ভালো। আমরা একে অপরের প্রতি আস্থা রাখছি।”
হারের সত্ত্বেও তিনি দৃঢ় প্রতিজ্ঞা জানান, “ইনশাআল্লাহ, আমরা প্লে-অফে পৌঁছাব। আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি। বাকি ম্যাচগুলোতে সেরাটা দিয়ে চেষ্টা করব। আশা করি আমাদের পরিশ্রম ফলপ্রসূ হবে এবং শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারব।”
মাজ সাদাকাত আরও বলেন, ক্রিকেটে দেশের মধ্যে পারস্পরিক সুযোগ থাকা উচিত, “বিপিএলে অনেক পাকিস্তানি খেলোয়াড় খেলতে আসে, এতে আমরা আনন্দিত। আমাদের জন্য এটি গর্বের বিষয় যে বিপিএলে এতজন পাকিস্তানি খেলোয়াড় সুযোগ পেয়েছে। তবে পিএসএলেও বাংলাদেশি ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করা উচিত। তারা যদি পাকিস্তানে খেলার সুযোগ পায়, আন্তরিকভাবে স্বাগত জানানো হবে।”
মাজের কথায় স্পষ্ট, ক্রিকেটকে রাজনীতি থেকে আলাদা রাখা প্রয়োজন, এবং খেলোয়াড়দের পারফরম্যান্স ও প্রতিযোগিতার সুযোগ সর্বাধিক গুরুত্ব পাওয়ার যোগ্য।




