ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিদ্ধান্ত নিয়ে বিসিবির সঙ্গে আলোচনা করবে আইসিসি, এরপরই আসবে চূড়ান্ত ঘোষণা। সম্ভাব্য বিকল্প হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।
তবে ভেন্যু পরিবর্তন হলেও দলের প্রস্তুতি বা পারফরম্যান্সে কোনো প্রভাব পড়বে না এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, বিষয়টি পুরোপুরি বোর্ড ও আইসিসির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে, যা খেলোয়াড়দের নিয়ন্ত্রণে নেই। তাই যেখানেই খেলা হোক, মানিয়ে নেওয়ার মানসিকতা নিয়েই মাঠে নামবে দল।
সাইফউদ্দিন বলেন, “আমরা যেকোনো ভেন্যুতেই খেলতে সবসময় প্রস্তুত থাকি। শ্রীলঙ্কার কন্ডিশনে আমরা বেশ কিছুদিন আগেই টি-টোয়েন্টি সিরিজসহ পূর্ণাঙ্গ সিরিজ খেলেছি। সেদিক থেকে সেখানে খাপ খাইয়ে নেওয়াটা আমাদের জন্য আরও সহজ হবে বলে মনে করি।”
বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলার সুযোগকে দারুণভাবে দেখছেন এই অলরাউন্ডার। তার ভাষায়, “ভেন্যু যেখানেই হোক ভারত কিংবা শ্রীলঙ্কা আমরা প্রস্তুত। বিশ্বকাপ একটা বড় ইভেন্ট, সেখানে খেলতে সব ক্রিকেটারই মুখিয়ে থাকে।”
নিজের ক্যারিয়ার নিয়েও খোলামেলা কথা বলেছেন সাইফউদ্দিন। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া, নিয়মিত একাদশে না থাকতে পারা এবং বারবার ফিটনেস সমস্যার কারণে ক্যারিয়ারে নানা চড়াই-উতরাইয়ের মুখে পড়েছেন তিনি। তবে এসব অভিজ্ঞতা তাকে আরও বাস্তববাদী করেছে বলে জানান তিনি।
“জীবন মানেই লড়াই সেটা খেলোয়াড়ি জীবন কিংবা ব্যক্তিগত জীবন যাই হোক না কেন। আগে হয়তো ক্রিকেট নিয়ে অনেক বেশি চাপ নিতাম। এখন মানসিকভাবে কিছুটা মুক্ত। নিজের ফিটনেসে মনোযোগ দিচ্ছি, মন খুলে ক্রিকেট খেলছি,” বলেন সাইফউদ্দিন।
শেষে তিনি যোগ করেন, “ইনশাআল্লাহ গত চার-পাঁচ মাস ধরে যেভাবে এগোচ্ছি, সবকিছু ভালো হচ্ছে। চেষ্টা থাকবে এই ধারাবাহিকতা ধরে রেখে দলের নিয়মিত সদস্য হয়ে ওঠার।”




