কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি বেশিরভাগ সময় নিজের ব্যক্তিজীবন নিয়ে গোপনীয়তা বজায় রাখেন। তবে সম্প্রতি একটি পডকাস্টে অংশ নেয়ার সময় তিনি প্রথমবারের মতো ‘বন্ধুর স্ত্রীকে বিয়ে’ সংক্রান্ত বিতর্ক নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেছেন।
পডকাস্টে পরমব্রত জানান, গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে যে সমস্ত সমালোচনা ও কটাক্ষ হয়েছিল, তা তাকে খুবই চমকে দিয়েছিল। তিনি বলেন, “বিয়ের সময় থেকেই আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম। আমি বুঝেছি যে, সমাজ বা রাজনীতি নিয়ে আমার ব্যক্তিগত মতামত শেয়ার করে কোনো লাভ নেই। আমার কাজের বিষয়ে আমার নিজের কাছে মতামত রাখি, আর কখনো লিখলে কমেন্ট বন্ধ করে দিই।”
পরমব্রত আরও জানিয়েছেন, “বিয়ের পর প্রথম কয়েক দিন পরিস্থিতি আমাকে বেশ প্রভাবিত করেছিল। মানুষ পাবলিক ফোরামে যে ভাষায় কথা বলতে পারে, সেই নৈতিকতায় আমি বড় হইনি। এটি আমাকে ধাক্কা দিয়েছিল। কিন্তু যখন সব হয়ে গেছে, তখন আর কী করার! তখন থেকেই আমি নিজের মানসিক গঠন শক্ত করেছি।”
পিয়া চক্রবর্তীর সাথে পরমব্রতের বন্ধুত্ব গড়ে ওঠে ২০২১ সালে, তার আগে ২০১৫ সালে পিয়া গায়ক অনুপম রায়ের সঙ্গে বিবাহিত ছিলেন। দীর্ঘ জল্পনার পর ২০২৩ সালের নভেম্বরে তারা আইনিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। অনুপম রাও পরে গায়িকা প্রশ্মিতা পালের সঙ্গে নতুন জীবন শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে পুরো পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে।




