ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ভারতীয় স্পিনারকে হটিয়ে আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়ান পেসার

নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। ভারতের তারকা স্পিনার দিপ্তি শর্মাকে টপকে নারীদের টি-টোয়েন্টি বোলিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছেন অস্ট্রেলিয়ার গতিময় পেসার অ্যানাবেল সাদারল্যান্ড। আজ সর্বশেষ হালনাগাদ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

নতুন র‍্যাঙ্কিংয়ে সাদারল্যান্ডের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৭৩৬, আর এক ধাপ পিছিয়ে পড়া দিপ্তি শর্মার রেটিং পয়েন্ট ৭৩৫। মাত্র এক পয়েন্টের ব্যবধানেই শীর্ষস্থান হাতছাড়া হয়েছে ভারতের এই অভিজ্ঞ অলরাউন্ডারের। উল্লেখ্য, গত বছরের আগস্টে ৭৩৬ রেটিং পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বোলিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন দিপ্তি।

ব্যাটার র‍্যাঙ্কিংয়েও পরিবর্তন

র‍্যাঙ্কিংয়ের এই হালনাগাদে ব্যাটারদের তালিকাতেও এসেছে উল্লেখযোগ্য অগ্রগতি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে ৪৩ বলে ৬৮ রানের ঝকঝকে ইনিংস খেলে দুই ধাপ এগিয়ে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১৩ নম্বরে উঠে এসেছেন ভারতের অধিনায়ক হারমনপ্রিত কৌর। তার বর্তমান রেটিং পয়েন্ট ৬৩৪।

শ্রীলঙ্কান ব্যাটারদের দারুণ লাফ

ভারতের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে ৬৫ রানের দুর্দান্ত ইনিংস খেলা শ্রীলঙ্কার ওপেনার হাসিনি পেরেরা র‍্যাঙ্কিংয়ে এক লাফে ৩১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৪০তম স্থানে। তার রেটিং পয়েন্ট এখন ৪৯০।

একই ম্যাচে ফিফটি করা শ্রীলঙ্কার আরেক ব্যাটার ইমেশা দুলানি র‍্যাঙ্কিংয়ে নজরকাড়া অগ্রগতি দেখিয়েছেন। মাত্র ৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেই তিনি ৭৭ ধাপ এগিয়ে প্রথমবারের মতো সেরা ১০০ ব্যাটারের তালিকায় জায়গা করে নিয়েছেন।

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দিপ্তির অবস্থান অটুট

যদিও বোলিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন দিপ্তি শর্মা, তবে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে নিজের শক্ত অবস্থান ধরে রেখেছেন তিনি। সর্বশেষ হালনাগাদ তালিকায় দিপ্তি রয়েছেন তৃতীয় স্থানে, তার রেটিং পয়েন্ট ৩৮২।

এদিকে ভারতের অরুন্ধুতি রেড্ডি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে বড় অগ্রগতি দেখিয়েছেন। তিনি ২১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৪৪তম স্থানে।

সংবাদটি শেয়ার করুন