বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) উল্লেখযোগ্য সংখ্যক পাকিস্তানি ক্রিকেটারের অংশগ্রহণকে ইতিবাচকভাবেই দেখছেন মাজ সাদাকাত। নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলতে আসা এই পাকিস্তানি অলরাউন্ডারের মতে, বিপিএলের মঞ্চে একাধিক পাকিস্তানি খেলোয়াড় সুযোগ পাওয়াটা তাদের জন্য গর্বের বিষয় এবং এটি দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কেরই প্রতিফলন।
মঙ্গলবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মাজ সাদাকাত বলেন, বিপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের নিয়মিত অংশগ্রহণে তারা ভীষণ আনন্দিত। একই সঙ্গে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নও তোলেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কেন বাংলাদেশি ক্রিকেটারদের দেখা যায় না? তার মতে, পিএসএলেও বাংলাদেশি ক্রিকেটারদের সুযোগ দেওয়া উচিত এবং তারা পাকিস্তানে খেলতে এলে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে।
মাজের ভাষায়, “বিপিএলে অনেক পাকিস্তানি ক্রিকেটার খেলতে আসে এটা আমাদের জন্য গর্বের। এতজন পাকিস্তানি খেলোয়াড়কে এই লিগে বেছে নেওয়া হয়েছে, এতে আমরা সত্যিই খুশি। কিন্তু পিএসএলেও বাংলাদেশি ক্রিকেটাররা কেন খেলবে না? তাদেরও সেখানে আনা উচিত। তারা এলে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাব।”
এই আলোচনার পাশাপাশি ক্রিকেটে রাজনীতি টেনে আনার প্রবণতার বিরুদ্ধেও স্পষ্ট অবস্থান নেন মাজ সাদাকাত। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ক্রিকেটের সঙ্গে রাজনীতির মিশ্রণ কখনোই কাম্য নয়।
তার মতে, ভারত-পাকিস্তান বা ভারত-বাংলাদেশ দেশগুলোর পারস্পরিক সম্পর্ক যেমনই হোক না কেন, মাঠের খেলায় তার প্রভাব পড়া উচিত নয়। ক্রিকেটকে ক্রিকেটের মতোই রাখতে হবে, যাতে খেলাটির সৌন্দর্য, প্রতিযোগিতা ও পেশাদারিত্ব অক্ষুণ্ন থাকে।
মাজ সাদাকাত আরও বলেন, “এ বিষয়টি নিয়ে আমি বেশি কিছু বলতে পারছি না। তবে আমার বিশ্বাস, ক্রিকেটে রাজনীতি আনা উচিত নয়। হোক সেটা ভারত-পাকিস্তান বা ভারত-বাংলাদেশ ক্রিকেট ক্রিকেটের মতোই থাকা দরকার।”
তার মতে, বিপিএল বা পিএসএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগগুলো শুধু প্রতিযোগিতার জায়গা নয়, বরং পারস্পরিক বোঝাপড়া, বন্ধুত্ব এবং ক্রিকেটীয় সম্পর্ককে আরও দৃঢ় করার বড় মাধ্যম। এসব লিগ যদি রাজনৈতিক প্রভাবমুক্ত থাকে, তবে আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ আরও সমৃদ্ধ হবে বলেই মনে করেন এই পাকিস্তানি অলরাউন্ডার।




