ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রাক্ষসের শুটে শ্রীলংকায় সিয়াম-সুস্মিতা

ঈদুল ফিতরকে সামনে রেখে নতুন সিনেমা নিয়ে দর্শকের সামনে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। ‘রাক্ষস’ নামের এই সিনেমাটি পরিচালনা করছেন ‘বরবাদ’খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়। ইতোমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে, প্রকাশ পেয়েছে সিয়ামের ফার্স্ট লুক ও অ্যানাউন্সমেন্ট টিজার। নায়িকার নাম ঘোষণার মধ্য দিয়ে ঈদ উৎসবকে কেন্দ্র করে সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ আরও বেড়েছে।

দেশের বিভিন্ন লোকেশনে শুটিংয়ের একটি বড় অংশ শেষ করেছে ইউনিট। এবার গল্পের গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণের জন্য বিদেশে শুটিংয়ে যাচ্ছে টিম। নির্মাতা সূত্রে জানা যায়, ৪ জানুয়ারি রাতেই শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হয়েছে ‘রাক্ষস’ টিম। সেখানে টানা প্রায় দুই সপ্তাহ সিনেমার বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং হবে। বিদেশের শিডিউল শেষ করে ঢাকায় ফিরে বাকি অংশের শুটিং সম্পন্ন করা হবে।

এই সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন এবং খুব শিগগিরই শ্রীলঙ্কায় শুটিং ইউনিটে যোগ দেওয়ার কথা রয়েছে। ২০২১ সালে ‘প্রেম টেম’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক হয় তার। এরপর ‘চেঙ্গিজ’, ‘মানুষ’সহ একাধিক আলোচিত সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘রাক্ষস’ দিয়েই ঢাকাই সিনেমায় প্রথমবার কাজ করতে যাচ্ছেন এই অভিনেত্রী।

এর আগে ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুস্মিতা জানান, সিনেমার গল্পই তাকে সবচেয়ে বেশি টেনেছে। তার ভাষায়, নির্মাতার কাছ থেকে গল্প শোনার পরই তিনি মুগ্ধ হন। নায়িকার চরিত্রে যথেষ্ট অভিনয়ের সুযোগ রয়েছে বলেও জানান তিনি। ভালো একটি টিমের সঙ্গে বাংলাদেশি সিনেমায় অভিষেক করতে পারাকে নিজের জন্য বড় প্রাপ্তি হিসেবে দেখছেন এই অভিনেত্রী।

নির্মাতা মেহেদী হাসান হৃদয় বলেন, ‘বরবাদ’-এর মতোই ‘রাক্ষস’ সিনেমাতেও দর্শক পাবেন জোরালো অ্যাকশন ও ভায়োলেন্স। পাশাপাশি রয়েছে একটি আবেগঘন প্রেমের গল্প, যে প্রেমের সূত্র ধরেই সিয়াম অভিনীত চরিত্রটি একসময় রাক্ষসে রূপ নেয়। সিনেমাটিতে আরও অভিনয় করছেন বাপ্পারাজ, আলীরাজসহ আরও বেশ কয়েকজন পরিচিত মুখ। রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘রাক্ষস’ ঈদে মুক্তি পেলে দর্শকদের জন্য বড় চমক হয়ে উঠবে বলেই আশা সংশ্লিষ্টদের।

সংবাদটি শেয়ার করুন