ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

তাহরিমা সুরভীকে নিয়ে ঘটনার সবই সাজানো: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছেন, ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত তাহরিমা জান্নাত সুরভীকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সম্পূর্ণ সাজানো ও ভিত্তিহীন। তাঁর মতে, বিষয়টি উদ্দেশ্য প্রণোদিতভাবে তৈরি করা হয়েছে।

সোমবার রাতে জামিনে মুক্তি পাওয়ার পর তাহরিমার বাসায় গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন নাহিদ ইসলাম। পরে সাংবাদিকদের তিনি বলেন, তাহরিমা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন এবং ঘটনার প্রকৃত চিত্র আড়াল করা হয়েছে।

নাহিদ ইসলামের ভাষ্য, “তাহরিমা জান্নাত সুরভী সুবিচার পাননি। পুরো ঘটনাটিই বানোয়াট।” তিনি অভিযোগ করেন, আসন্ন নির্বাচনের প্রাক্কালে গণমাধ্যমের একটি অংশ অভ্যুত্থানের সম্মুখসারির কিছু ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সচেষ্ট।

এনসিপি নেতা আরও বলেন, সুরভীকে জড়িয়ে এই মামলা ওই ব্যক্তিদের কালিমালিপ্ত করার একটি ধারাবাহিক প্রচেষ্টার অংশ। একই সঙ্গে তিনি দাবি করেন, স্বার্থান্বেষী মহল দেশকে অস্থিতিশীল ও অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিতে চায়।

এদিকে সোমবার সকালে এক সাংবাদিকের করা অপহরণ ও চাঁদাবাজির মামলায় তাহরিমাকে আদালতে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডের সিদ্ধান্ত ছড়িয়ে পড়তেই শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন। পরিস্থিতির প্রেক্ষিতে পরে একটি রিভিশন আবেদন করা হয়। শুনানি শেষে আদালত সোমবার রাতেই তাহরিমার জামিন মঞ্জুর করেন, যার পর ওই রাতেই তিনি কারাগার থেকে মুক্তি পান—এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন