ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির হাসপাতালে ভর্তি

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি রাজনীতিক ডা. মাহাথির মোহাম্মদ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে নিজের বাসভবনে পড়ে যান এবং আহত হন। দুর্ঘটনার পরপরই তাকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (IJN) ভর্তি করা হয়। বর্তমানে ১০০ বছর বয়সী এই প্রবীণ নেতা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

তার প্রেস সেক্রেটারি সুফি ইউসুফ নিশ্চিত করেছেন, বাসায় পড়ে যাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেখানে তার প্রয়োজনীয় সব ধরনের স্বাস্থ্য পরীক্ষা ও নজরদারি চলছে। তিনি জানান, মাহাথিরের বয়স বিবেচনায় রেখে চিকিৎসকরা তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছেন।

প্রাথমিকভাবে গুরুতর কোনো জটিলতার খবর পাওয়া যায়নি। তবে, দুর্ঘটনার পর অভ্যন্তরীণ কোনো সমস্যা আছে কি না তা নিশ্চিত করার জন্য বিশেষজ্ঞ পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে। মাহাথিরের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে শিগগিরই আনুষ্ঠানিক মেডিকেল বুলেটিন বা বিবৃতি প্রকাশ করা হবে।

প্রবীণ এই রাজনীতিককে আধুনিক মালয়েশিয়ার স্থপতি হিসেবে পরিচিত করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনায় অনেক অনুরাগী উদ্বেগ ও শুভকামনা জানিয়েছেন। বর্তমানে হাসপাতাল চত্বরে তার শারীরিক অবস্থার খবর জানার জন্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন