ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ২৬ দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য ২৬টি দেশ ও সাতটি আন্তর্জাতিক সংস্থাকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোট ৮৩ জন বিদেশি পর্যবেক্ষককে নির্বাচন পর্যবেক্ষণে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া, স্বপ্রণোদিত হয়ে যারা বিদেশি পর্যবেক্ষক বা গণমাধ্যমের প্রতিনিধি হিসেবে আসতে চান, তাদের ১৫ জানুয়ারির মধ্যে আবেদন জমা দিতে হবে।

ইসির আমন্ত্রণে থাকা পর্যবেক্ষকরা ১৭ জানুয়ারির মধ্যে কমিশনকে তাদের আগমনের বিষয় নিশ্চিত করবেন। আমন্ত্রিত দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জর্জিয়া, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, ফিলিপাইন, রোমানিয়া, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড, উজবেকিস্তান, তুরস্ক, ভুটান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত ও মালদ্বীপ।

আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলোর মধ্যে রয়েছে সার্ক, কমনওয়েলথ, ওআইসি, অ্যানফ্রেল, এ-ওয়েব, আইআরআই ও এনডিআই। নির্বাচন কমিশন জানিয়েছে, যেসব দেশের প্রতিনিধি কমিশনের আমন্ত্রণে আসবেন, তাদের যাতায়াতের বিমান ভাড়া ছাড়া অন্যান্য সব খরচ কমিশন বহন করবে।

বিদেশি পর্যবেক্ষকদের জন্য পাঁচ তারকা হোটেলে থাকার ব্যবস্থা করা হবে। এছাড়া, তাদের নিরাপত্তা ও তথ্যকেন্দ্রের ব্যবস্থা থাকবে। নির্ধারিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন