বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে এসে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন। জেলা বিএনপির প্রচার সম্পাদক আকতার উদ্দিন চৌধুরী সোমবার দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সবকিছু ঠিক থাকলে ১৮ তারিখে ভারপ্রাপ্ত চেয়ারম্যান পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন।”
এর আগে ১১ জানুয়ারি দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় সফর করবেন তারেক রহমান। পরের দিন, ১২ জানুয়ারি রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার কথাও রয়েছে। সূত্রের খবর, এসব সফরের মাধ্যমে বিএনপি নেতারা শহীদ ও আন্দোলনকারীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং গণ-অভ্যুত্থানের স্মৃতিকে স্মরণ করবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই বিকেল ৩টার দিকে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের সঙ্গে ছাত্রলীগের দ্বিমুখী সংঘর্ষে শহীদ হন ওয়াসিম আকরাম। তিনি চট্টগ্রাম কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। শহীদ আকরামের স্মরণে বাংলাদেশে শিক্ষার্থী ও রাজনৈতিক মহলে এখনও শ্রদ্ধার্ঘ্য অর্ন্তগত।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এসব সফরের মাধ্যমে দলটি শহীদ ও আন্দোলনকারীদের অবদানের স্বীকৃতি জানাবে এবং একই সঙ্গে আগামী নির্বাচনী সময়ে তাদের আদর্শ ও লক্ষ্যকে সামনে তুলে ধরবে। জেলার নেতারা আশা প্রকাশ করেছেন, এই সফর সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি করবে এবং গণ-অভ্যুত্থানের ইতিহাসের তাৎপর্য আবারও মনে করিয়ে দেবে।




