ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামকে ৫ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের চূড়ায় রাইডার্স

বিপিএলের রোমাঞ্চকর লড়াইয়ে আজ মুখোমুখি হয়েছিল টেবিলের দুই শক্তিশালী দল চট্টগ্রাম রয়্যালস ও রংপুর রাইডার্স। প্রথমে ব্যাট করে চট্টগ্রাম নির্ধারিত ২০ ওভারে ১৬৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। জবাবে ব্যাট করতে নেমে ৭ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নেয় রংপুর রাইডার্স।

চট্টগ্রামের লড়াকু পুঁজি
টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়লেও মিডল অর্ডারের দৃঢ়তায় ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান তোলে চট্টগ্রাম রয়্যালস। ওপেনার মোহাম্মদ নাঈম ও অ্যাডাম রসিংটনের ব্যাটে দারুণ শুরুর পর দলের সংগ্রহ সম্মানজনক অবস্থানে নিয়ে যান বিদেশি রিক্রুটরা। তবে রংপুরের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষদিকে রানের গতি কিছুটা থমকে যায়।

রংপুরের সফল রান তাড়া
১৭০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিল রংপুর। লিটন দাস ও ডেভিড মালানের ব্যাটে শক্ত ভিত পায় দলটি। তবে মাঝপথে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল তারা। শেষ দিকে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ এবং অধিনায়ক নুরুল হাসান সোহানের ঠান্ডা মাথার ব্যাটিংয়ে জয় নিশ্চিত হয় রংপুরের। ১৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।

পয়েন্ট টেবিলের লড়াই
এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও সংহত করল রংপুর রাইডার্স। অন্যদিকে, ভালো শুরু করেও ম্যাচ হারায় কিছুটা ব্যাকফুটে চলে গেল চট্টগ্রাম রয়্যালস। সিলেটের দর্শকরা আজ একটি উপভোগ্য হাই-ভোল্টেজ ম্যাচ উপভোগ করলেন।

সংবাদটি শেয়ার করুন