রাজনীতির বর্তমান পরিস্থিতি ও দেশের ভবিষ্যৎ নির্দেশিকা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টি ও লেবার পার্টির শীর্ষ নেতারা। বৈঠকে তারা রাষ্ট্রসংকট, জাতীয় সরকার এবং নীতি ভিত্তিক রাজনৈতিক পথ নিয়ে মতবিনিময় করেছেন।
সোমবার (৫ জানুয়ারি) দুই দল পৃথকভাবে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। এবি পার্টির পক্ষ থেকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
মজিবুর রহমান মঞ্জু বৈঠকের পর সাংবাদিকদের জানান, “ভবিষ্যতের রাজনীতি কেমন হবে, রাষ্ট্রের চলমান সংকট ও জাতীয় সরকার প্রসঙ্গে আমাদের আলোচনায় সমন্বয় হয়েছে। সংসদে যেকোনো ক্ষমতাসীন দল হোক বা বিরোধী দল, দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার ক্ষেত্রে সবাইকে একজোট থাকতে হবে। অভ্যন্তরীণ নীতি নিয়ে অবশ্য ডিবেট হবে। এমন রাজনীতি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান।”
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, “আমরা রাষ্ট্র কাঠামো, ঢাকা শহর থেকে চাপ কমানো এবং বেকারত্ব হ্রাসসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা চাই ওয়েস্ট মিনিস্টার সিস্টেম এবং নীতি ভিত্তিক প্রকাশ্য ডিবেট চালু হোক। এছাড়া কোনো দেশকে অধীনতামূলকভাবে মেনে চলা হবে না। ভারতের সঙ্গে সম্পর্ক হবে শুধু মর্যাদার ভিত্তিতে।”
অন্যদিকে, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান সাংবাদিকদের বলেন, “সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপির স্বচ্ছ ভূমিকা আমরা দেখতে চাই। অতীতের সম্পর্ক ও সমন্বয় ভবিষ্যতেও বজায় রাখার প্রতিশ্রুতি প্রদান হয়েছে।”
রাজনৈতিক দলগুলোর এ ধরনের সংলাপকে দেশের স্থায়ী নীতি ও গণতান্ত্রিক সংস্কৃতির শক্তিশালী ভিত্তি হিসেবে দেখা হচ্ছে।




