ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সকল দলকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হরভজন সিং

আসন্ন আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের ক্রিকেট সম্পর্ক আবারও টানাপোড়েনে পড়েছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ভেন্যু পরিবর্তনের দাবি এবং আইপিএল–সম্পর্কিত বিতর্ক মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেট মহলে বিষয়টি এখন আলোচনার কেন্দ্রে।

এই প্রেক্ষাপটে ভারতের সাবেক অফ–স্পিন তারকা হরভজন সিং নিজের অবস্থান স্পষ্ট করেছেন। সংবাদ সংস্থা এএনআই–কে তিনি বলেন, ভারত সব দলকে স্বাগত জানাতে প্রস্তুত, তবে সফর করবে কি না—সে সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওপর নির্ভর করে।

হরভজনের ভাষ্য, সাম্প্রতিক কিছু ঘটনার পর বাংলাদেশ ভারতে এসে খেলতে অনাগ্রহী বলেই মনে হচ্ছে। তিনি আরও বলেন, “বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে, সেগুলো ঠিক নয়। ভেন্যু পরিবর্তনের অনুরোধ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি। আমরা ভারতে সবাইকে স্বাগত জানাই, কিন্তু তারা আসবে কি না, সেটা তাদের নিজস্ব ব্যাপার।”

উত্তেজনার সূত্রপাত মূলত আইপিএলের আসন্ন মৌসুমে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ঘিরে। নিলামে কলকাতা নাইট রাইডার্স রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিলেও পরে রাজনৈতিক ও ধর্মীয় চাপের কথা তুলে ধরে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার দাবি ওঠে।

পরিস্থিতি আরও ঘোলাটে হয় যখন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কলকাতা ফ্র্যাঞ্চাইজিকে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানান, ‘সাম্প্রতিক পরিস্থিতি ও ঘটনাবলি’ বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন চুক্তিবদ্ধ আন্তর্জাতিক ক্রিকেটারকে রাজনৈতিক কারণে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রকাশ্যে প্রতিবাদ জানিয়ে বলেন, যেখানে একজন খেলোয়াড়ের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ, সেখানে পুরো জাতীয় দলের সফরও নিরাপদ বলা যায় না।

প্রথমদিকে ভেন্যু পরিবর্তনের বিষয়ে নমনীয় মনোভাব থাকলেও সরকারের কড়া নির্দেশনার পর অবস্থান বদলায় বিসিবি। রোববার বিকেলে বোর্ডের জরুরি সভায় খেলোয়াড়দের নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সভা শেষে সিদ্ধান্ত হয়, বাংলাদেশ দল বিশ্বকাপ উপলক্ষে ভারত সফরে যাবে না।

এরপর বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে চিঠি দিয়ে অনুরোধ জানায়—কলকাতা ও মুম্বাইয়ে নির্ধারিত বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো যেন অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেওয়া হয়। উল্লেখ্য, এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত হওয়ার কথা।

মূল সূচি অনুযায়ী ৭ ফেব্রুয়ারি উদ্বোধনী দিনে কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল। ভেন্যু পরিবর্তনের এই অনুরোধ আইসিসির জন্য বড় লজিস্টিক চ্যালেঞ্জ তৈরি করেছে এবং সংস্থাটিকে নিতে হচ্ছে কঠিন সিদ্ধান্ত।

সবশেষে, মোস্তাফিজুর রহমান ইস্যুর প্রভাবে বাংলাদেশে আসন্ন আইপিএল মৌসুমের সম্প্রচার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারি সূত্র জানায়, জাতীয় স্বার্থ ও ক্রিকেটারদের মর্যাদা রক্ষার বার্তা দিতেই এই পদক্ষেপ—আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত একজন খেলোয়াড়ের সঙ্গে এমন আচরণ মেনে নেওয়া যায় না।

সংবাদটি শেয়ার করুন