ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সাকিবকে পেছনে ফেলে নাসুমের নতুন ইতিহাস

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ১৩তম ম্যাচে বল হাতে তাণ্ডব চালালেন নাসুম আহমেদ। টানা দুই হারের পর জয়ের খোঁজে থাকা সিলেট টাইটানসকে একাই কক্ষপথে ফেরালেন এই স্পিনার। তাঁর স্পেলের সামনে দাঁড়াতেই পারেনি নোয়াখালী এক্সপ্রেসের ব্যাটাররা। মাত্র ৪ ওভার বল করে ১.৭৫ ইকোনমি রেটে নাসুম শিকার করেছেন ৫টি উইকেট, যার বিপরীতে খরচ করেছেন মাত্র ৭ রান।

সাকিবকে পেছনে ফেলে শীর্ষে নাসুম
বিপিএলের ইতিহাসে স্পিনারদের মধ্যে সেরা বোলিং ফিগারের রেকর্ডটি এতদিন ছিল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দখলে। ২০১৭ সালে ঢাকা ডায়নামাইটসের হয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে ১৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন সাকিব। দীর্ঘ ৯ বছর পর সাকিবের সেই মাইলফলককে টপকে গেলেন নাসুম। এখন বিপিএলে স্পিন বোলিংয়ের সেরা জাদুকর হিসেবে রেকর্ডের পাতায় সবার উপরে এই সিলেট টাইটানস তারকা।

নোয়াখালীর লজ্জার রেকর্ড
নাসুমের বোলিং তোপে নোয়াখালী ওয়ারিয়র্স অলআউট হয়েছে মাত্র ৬১ রানে, যা বিপিএলের ইতিহাসের চতুর্থ সর্বনিম্ন সংগ্রহ। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন। ১৩তম ওভারে নাসুমের বোলিং তোড় এতটাই ছিল যে, মাত্র ৮ বলের ব্যবধানে তিনি তুলে নেন নিজের ৫ উইকেট। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে সিলেট টাইটানস মাত্র ৮.৪ ওভারেই ৬ উইকেটের সহজ জয় তুলে নেয়।

বিপিএল সেরা বোলিং তালিকার চিত্র
নাসুমের এই কীর্তি স্পিনারদের মধ্যে সেরা হলেও সব মিলিয়ে বিপিএলে এটি চতুর্থ সেরা বোলিং ফিগার। এই তালিকার চূড়ায় এখনও রয়েছেন পেসার তাসকিন আহমেদ (৭/১৯)। এরপরই আছেন মোহাম্মদ আমির (৬/১৭) এবং মোহাম্মদ সামি (৫/৬)।

নাসুমের এই জাদুকরী পারফরম্যান্স শুধু সিলেটকেই জয়ের ধারায় ফেরায়নি, বরং আসন্ন জাতীয় নির্বাচনের আমেজের মধ্যে বিপিএলকেও নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।

সংবাদটি শেয়ার করুন