ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে যুক্তরাষ্ট্রে আনার পর প্রথমবারের মতো নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে হাজির করা হচ্ছে আজ সোমবার। আদালতে নেওয়ার আগে তাঁকে বহনকারী একটি হেলিকপ্টার নিউইয়র্কের আদালতসংলগ্ন একটি হেলিপোর্টে অবতরণ করে।
স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউএবিসি প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হাতকড়া পরা অবস্থায় মাদুরোর গায়ে ছিল বাদামি রঙের পোশাক এবং পায়ে উজ্জ্বল কমলা রঙের জুতা। হেলিকপ্টার থেকে নামানোর পর কড়া নিরাপত্তার মধ্যে তাঁকে একটি ভ্যানে তোলা হয়, যেখান থেকে তাঁকে সরাসরি আদালতের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।
এ সময় মাদুরোর সঙ্গে তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকেও দেখা গেছে। গত শনিবার ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয় বলে জানানো হয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত ফেডারেল আদালতে মাদুরোর বিচার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। স্থানীয় সময় আজ দুপুরের দিকে বিচারক অ্যালভিন কে হেলারস্টাইনের এজলাসে তাঁকে হাজির করানো হতে পারে।
এর আগে আটকের পর নিকোলা মাদুরোকে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার (এমডিসি) নামের একটি আটক কেন্দ্রে রাখা হয়েছিল। সেখান থেকেই কঠোর নিরাপত্তায় তাঁকে আদালতে নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হয়, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।




