শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
আজ সোমবার বিকালে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এসময় তাঁদের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সিনিয়র সহ-সভাপতি মো. মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন শাওন এবং সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম ভূঁইয়া ইমন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ও বিভিন্ন হল কমিটির নেতাকর্মীরাও এতে অংশ নেন।
কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের এক সদা জীবন্ত প্রতীক। তাঁর আদর্শ, সংগ্রাম ও কর্মপরিকল্পনা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। আমরা তাঁর দেখানো পথ অনুসরণ করে দেশের কল্যাণে কাজ করে যাবো।




