উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত গোটা চীন। প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত হচ্ছে ভাইরাসটি, এমন গুজব ছড়ানোর পর চীনারা বহুতল ভবন থেকে ছুড়ে মারছেন তাদের পোষা প্রানীগুলোকে।
জানা যায়, চীন এখন মহাসংকটে। চীন ছাড়াও বিশ্বের বিশটির বেশি দেশে ছড়িয়ছে এই ভাইরাসটি। চীন থেকে কিছু মর্মান্তিক ছবি পাওয়া গেছে যেখানে কুকুর-বিড়ালের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।
চীনের এক শহর সাংহাই। ওই শহরের এক রাস্তায় একসঙ্গে পাঁচটি পোষা বিড়াল রক্তাক্ত অবস্থায় মরে পড়ে থাকতে দেখা গেছে। বহুতল ভবন থেকে ওই পোষা প্রাণীগুলোকে কেউ ছুড়ে ফেলে দিয়েছে।
চীনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে ডা. লি লানজুয়ান নামের এক চিকিৎসক বলেন, যদি পোষা প্রাণীগুলো ভাইরাসে সংক্রমিত হয়েই থাকে তাহলে তাদেরও একাকী নির্জন স্থানে রাখা উচিত।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াভিত্তিক প্রাণী অধিকার সংরক্ষণ বিষয়ক কেইথ গুয়ো বলেন, এটা খুবই মর্মান্তিক ব্যাপার। আমরা আশা করছি, যেসব অভিভাবক ঠান্ডা মাথায় অসহায় এসব পোষা প্রাণীকে খুন করছেন তাদের খুঁজে বের করবে পুলিশ। এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না।
আনন্দবাজার/ টি এস পি