ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

টাইটান্সদের বোলিং দাপট: ঘরের মাঠে নোয়াখালীকে উড়িয়ে দিল সিলেট

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ১৩তম ম্যাচে আজ গ্যালারি ভর্তি দর্শকদের সামনে এক দাপুটে জয় তুলে নিয়েছে সিলেট টাইটান্স। নোয়াখালী এক্সপ্রেসকে মাত্র ৬১ রানে অলআউট করার পর, ৮.৪ ওভারেই ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।

নোয়াখালীর চরম ব্যাটিং বিপর্যয়
ম্যাচের শুরু থেকেই সিলেটের বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করে নোয়াখালী এক্সপ্রেসের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা মাত্র ৬১ রানেই গুটিয়ে যায়। সিলেটের উইকেটে গতির ঝড় তুলে নোয়াখালীর টপ অর্ডার থেকে লোয়ার অর্ডার পর্যন্ত তছনছ করে দেন স্বাগতিক বোলাররা।

দ্রুত লক্ষ্য তাড়া ও সিলেটের জয়
৬২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে সিলেট টাইটান্স শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং চালায়। যদিও দ্রুত রান তুলতে গিয়ে ৪টি উইকেট হারিয়ে ফেলে তারা, তবে জয় পেতে কোনো বেগ পেতে হয়নি। মাত্র ৮.৪ ওভারে ৬২ রান তুলে ৬ উইকেটের বড় জয় নিশ্চিত করে সিলেট। এই জয়ের ফলে বিপিএলের পয়েন্ট টেবিলে বেশ সুবিধাজনক অবস্থানে উঠে এল টাইটান্সরা।

ঘরের মাঠে এমন বিধ্বংসী জয়ে উচ্ছ্বাসে মাতোয়ারা সিলেটের ক্রিকেট ভক্তরা। অন্যদিকে, মাত্র ৬১ রানে অলআউট হয়ে চরম লজ্জার মুখে পড়তে হলো নোয়াখালী এক্সপ্রেসকে।

সংবাদটি শেয়ার করুন