ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুবিতে পরিবহন বৃদ্ধির দাবিতে মানববন্ধন 

পরিবহন বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে পরিবহন সমস্যা সমাধানে শ্লোগান দিতে থাকে।

বিশ্ববিদ্যালয়ে বর্তমান প্রায় ৭হাজারের অধিক শিক্ষার্থী অধ্যয়নরত। অধিকাংশই কুমিল্লা শহর থেকে বিশ্ববিদ্যালয়ে আসা যাওয়া করে লেখাপড়া করে, যাতায়াত পথে পোহাতে হয় নানা ঝামেল পোহাতে হয়। প্রত্যেক বছর নতুন শিক্ষার্থী ভর্তি হলেও বাড়ছে না নতুন বাস। এক-তৃতীয়াংশ শিক্ষার্থী সিট অভাবে দাড়িয়ে যাওয়া, পরিবহন পুলে নতুন বাস যুক্ত না হওয়া, বি.আর.টি.সি’র ফিটনেসবিহীন বাসের ঝামেলা সহ রয়েছে অনেক অভিযোগ।

বর্তমানে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পাঁচটি নীল বাস ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ১১টি ভাড়ায় চালিত বাস রয়েছে। তবে চালক সংকটের কারণে নীল বাসগুলো সবসময় চলতে পারে না।

অন্যদিকে বিআরটিসির কিছু বাস যাতায়াত অনুপযোগী। প্রায় প্রতিদিন একটি বা দুটি বাস রাস্তায় বিকল হয়ে পড়ে থাকার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। মানববন্ধনে সাধারন শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষন করে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বড় সমস্যা বাস সংকট। প্রশাসনকে জোর দাবি জানাচ্ছি যেনও শীঘ্রই এ সংকট সমাধান করে।

ইতপূর্বে বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট নিয়ে সামজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি সহ প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন হয় বেশ কয়েকবার। ২০১৯ সালের ১২’ই মার্চ পরিবহন সংকট নিরশনে এক শিক্ষার্থী বঙ্গবন্ধু ভাষ্কর্যের পাদদেশে অনশন করে এবং তার সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐক্যমত পোষণ করে আন্দোলন করলে প্রশাসনের আশ্বাসে তখন আন্দোলন স্থগিত করে সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনের কয়েকদিন পর বি. আর. টি. সি’র ২ টি বাস আসলেও পরবর্তীতে বিআরটিসি বাসগুলো নিয়ে যায়।

বাস সংকটের বিষয়ে পরিবহন পুলের প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল আলম বলেন, পরিবহন পুলে লোকবল কম থাকায় সমস্যা বেশি হচ্ছে। আমরা পরিবহন সংকট কমিয়ে আনার চেষ্টা করতেছি।

আনন্দবাজার/মোনো/শহক

সংবাদটি শেয়ার করুন