ঢাকার আদালত সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিনটি গাড়ি ও ১৭ বিঘা জমি জব্দের নির্দেশ দিয়েছেন। এই সম্পদের বাজার মূল্য যথাক্রমে চার কোটি ৬২ লাখ টাকা ও এক কোটি ৬৩ লাখ টাকা। আজ সোমবার, ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালতের সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম এ আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়েছে, আনিসুল হকের বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট হিসেবে অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার এবং অসাধু উপায়ে নিজের নামে ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তির নামে ২০১৪ সালের ১২ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত ১৪৬ কোটি ১৯ লাখ ৭০ হাজার ৯৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। পাশাপাশি ২৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩৪৯ কোটি ১৫ লাখ ২১ হাজার ৫৮২ টাকা জমা এবং ৩১৬ কোটি ৪৮ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা উত্তোলন করে সন্দেহজনক লেনদেন করার মাধ্যমে মানিলন্ডারিংয়ে জড়িত থাকার অভিযোগ আছে।
মামলার তদন্ত এখনও চলছে। আবেদনে বলা হয়, মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ জব্দ করা প্রয়োজন, কারণ জব্দ না করলে সম্পদ বিক্রি বা হস্তান্তর হতে পারে এবং বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। আদালত উল্লেখ করেছেন, এ ধরনের পরিস্থিতিতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতির সম্ভাবনা থাকে।




