সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের ধিং এলাকায় এবং এর কেন্দ্রস্থল মাটির ৩৫ কিলোমিটার গভীরে ছিল। কম্পন কয়েক সেকেন্ড স্থায়ী হলেও সিলেট নগরী এবং আশপাশের এলাকার মানুষ তা স্পষ্টভাবে অনুভব করেছেন।
ভূমিকম্পের কম্পনের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা জানিয়েছে, ঘরের মেঝে ও দেয়াল ঝাঁকুনি খেয়েছে এবং অস্থায়ীভাবে আতঙ্ক সৃষ্টি হয়েছে। যদিও এতে কোনো ক্ষয়ক্ষতি বা আংশিক ধ্বংসের খবর পাওয়া যায়নি।
এর আগে গত বছরের ১০ ডিসেম্বর সিলেটে মধ্যরাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই দিন রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম কম্পন এবং ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয় কম্পন হয়েছিল। সেসময়ও মানুষ কয়েক সেকেন্ডের জন্য ভয়ানক ঝাঁকুনি অনুভব করেছিলেন।
বিশেষজ্ঞরা বলেন, সিলেট-আসাম অঞ্চলের ভূ-ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে এই এলাকায় সময় সময়ে মধ্যমাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পে আতঙ্ক সত্ত্বেও পূর্বপ্রস্তুতি ও সচেতনতার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।




