ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আজ ঢাকাবাসীর চোখে সূর্য অদৃশ্য

ঢাকার আকাশ আজ (৫ জানুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতরসকাল ৭টা থেকে পরবর্তীঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ প্রধানত শুষ্ক থাকবে। এ সময় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে

দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায়থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হবে।

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। দেশের ১২০ ঘণ্টার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আজ দেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং প্রধানত শুষ্ক থাকবে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন