ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নতুন কর্মসূচি ঘোষণা করলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তিন দফা দাবি ও নতুন কর্মসূচি ঘোষণা করেছে। রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি রিফাত রসিদ এসব ঘোষণা দেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানের নিঃশর্ত মুক্তি ও হবিগঞ্জ সদর থানার ওসিকে প্রত্যাহার, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত কর্মকাণ্ডের দায়মুক্তি দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারি এবং জুলাই অভ্যুত্থানে জড়িত সামরিক-বেসামরিক কর্মকর্তাদের ভূমিকার ইতিহাস লিপিবদ্ধ করে সম্মাননা, স্বীকৃতি ও আইনি সুরক্ষা নিশ্চিত করা।

কর্মসূচি হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যার সঙ্গে জড়িত থানার ওসি, এসপি ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা করে আইসিটি ট্রাইব্যুনালে মামলা করার ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি দায়মুক্তি অধ্যাদেশ নিশ্চিত করতে আন্দোলন শুরু হয়েছে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা মাহদী হাসান ও জুলাই যোদ্ধা তাহরিমা জামান সুরভীর বিরুদ্ধে আনা অভিযোগকে সাজানো ও রাজনৈতিক হয়রানি বলে দাবি করেন এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিতের প্রশ্নে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

সংবাদটি শেয়ার করুন