ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পররাষ্ট্র উপদেষ্টাকে ফোন করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও পাকিস্তানের কূটনীতিকরা সম্প্রতি আন্তঃসম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে আলোচনা করেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আলোচনায় দুই নেতা দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি এবং সম্পর্কের স্থিতিশীলতা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তারা পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও মজবুত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন।

এছাড়া তারা এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেছেন। দুই পক্ষ ভবিষ্যতে এই ধরনের সংলাপ নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার তৎপরতা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন