ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মোবাইলে মেট্রো কার্ড রিচার্জের নতুন নিয়ম জানুন

ঢাকা মেট্রোরেলের র‍্যাপিড পাস ও এমআরটি পাস ব্যবহারের সুবিধা আরও সহজ করতে নতুন অ্যাপ চালু করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। নতুন র‍্যাপিড পাস অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পাস সহজেই রিচার্জ করতে পারবেন।

ডিটিসিএ-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিকভাবে অ্যাপের কিছু ফিচারে সাময়িক সমস্যা দেখা দিতে পারে। তবে অভিজ্ঞ টেকনিক্যাল টিম ২৪ ঘণ্টা কাজ করে সমস্যাগুলো সমাধান ও অ্যাপের অভিজ্ঞতা আরও নিরবচ্ছিন্ন করতে কাজ করছে।

অ্যাপ ব্যবহার করতে চাইলে যারা ইতিমধ্যেই rapidpass.com.bd

ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেছেন, তারা একই ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে পারবেন। লগইন করার পর ব্যবহারকারীরা ১০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত নির্ধারিত পরিমাণে রিচার্জ করতে পারবেন। রিচার্জের জন্য ব্যাংকের কার্ডের পাশাপাশি বিকাশ ও নগদ ব্যবহার করা যাবে।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা অ্যাপস স্টোরে ‘র‍্যাপিড পাস’ লিখে অ্যাপটি ডাউনলোড করতে পারেন। এছাড়া সরাসরি Google Play Store লিংক

থেকেও ডাউনলোড করা সম্ভব।

ডিটিসিএ আশা করছে, নতুন অ্যাপের মাধ্যমে মেট্রোরেল যাত্রীরা আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন পরিষেবা উপভোগ করতে পারবেন

সংবাদটি শেয়ার করুন