ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

চলচ্চিত্র নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু আর নেই

বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য এবং বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সমিতির বর্তমান সভাপতি আব্দুল লতিফ বাচ্চু ৪ জানুয়ারি দুপুর ১২টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’।

আব্দুল লতিফ বাচ্চু দীর্ঘদিন ধরে চলচ্চিত্র ও নাট্য অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি সরকারি সেন্সর বোর্ড এবং জুরি বোর্ডে সততা ও বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিভিন্ন চলচ্চিত্র সংস্থার নির্বাচনে বহুবার নির্বাচন কমিশনার হিসেবেও কাজ করেছেন।

১৯৪২ সালের ৯ জানুয়ারি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন বাচ্চু। তিনি চলচ্চিত্রের সূচনা করেন প্রখ্যাত চিত্রগ্রাহক সাধন রায়ের সহকারী হিসেবে ‘আলোর পিপাসা’, ‘আগন্তুক’ ও ‘দর্পচূর্ণ’ সিনেমায়। ১৯৬৮ সালে ‘রূপকুমারী’ সিনেমার মাধ্যমে একক ক্যারিয়ারে প্রথম পদার্পণ করেন। স্বাধীনতার পর ‘অবুঝ মন’ সিনেমায় চিত্রা জহিরের প্রযোজনায় এবং কাজী জহিরের পরিচালনায় কাজ করেছেন।

পরবর্তীতে ‘বলবান’ সিনেমার মাধ্যমে পরিচালনায় নাম লেখান। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘যাদুর বাঁশি’ (বাচসাস), ‘দ্বীপকন্যা’, ‘নতুন বউ’, ‘মি. মাওলা’ ও ‘প্রতারক’। বাচসাস ছাড়াও তিনি চ্যানেল আই কর্তৃক ‘ফজলুল হক স্মৃতি’ পুরস্কারও অর্জন করেছেন।

আব্দুল লতিফ বাচ্চুর প্রয়াণে দেশের চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন