ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রথমবারের মতো পুলিশ চরিত্রে অভিনয় করবেন রুনা খান

বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জগতে নারী চরিত্রের শক্তি ও সংগ্রামের গল্প উঠে আসছে নতুন ছবি ‘রক্তছায়া’-তে। আলি জুলফিকার জাহেদীর পরিচালনায় এই বিশেষ চলচ্চিত্রটি নারীর প্রতি সমাজে বিদ্যমান বৈষম্যকে কেন্দ্র করে তৈরি হচ্ছে।

চলচ্চিত্রে প্রথমবার পুলিশের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী রুনা খানকে। তার সঙ্গে থাকছেন চিত্রনায়ক আমান রেজা, রাফাহ নানজীবা তোরসা, নকশী তাবাচ্ছুম, আফফান মিতুলসহ আরও কয়েকজন।

চিত্রনাট্য নিয়ে জাহেদী বলেন, “গল্পটি মূলত নারীর প্রতি বৈষম্য এবং তাদের শক্তি ও বুদ্ধিমত্তার ওপর ভিত্তি করে এগিয়েছে। আমরা চাই দর্শকরা নারীর সক্ষমতা আরও স্পষ্টভাবে অনুভব করুক।”

রুনা খানকে মূল চরিত্রে নেওয়ার পেছনের কারণ জানাতে গিয়ে তিনি বলেন, “চিত্রনাট্য অনুযায়ী একজন শক্তিশালী ও দক্ষ অভিনেত্রী প্রয়োজন ছিল। রুনা খানের অভিনয় দক্ষতা এবং পরিমিত ভঙ্গিমা আমাকে বেশ প্রভাবিত করেছে। আমি বিশ্বাস করি, চলচ্চিত্রটি মুক্তির পর দর্শকরা অবশ্যই পছন্দ করবেন।”

‘রক্তছায়া’ প্রযোজনা করেছে আদ্রিয়ান প্রোডাকশন। একই পরিচালক আরও একটি প্রজেক্টে কাজ করছেন—‘চলচ্চিত্র: দ্য সিনেমা’, যেখানে রুপালি পর্দার মানুষের জীবনকাহিনি তুলে ধরা হবে। সেখানে মূল চরিত্রে আবারও অভিনয় করবেন রুনা খান। গত বছর তিনি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন এবং শুটিং চলতি বছর শুরু হবে বলে নির্মাতা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন