ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রেসিডেন্ট থেকে বন্দি : মাদুরো এখন কোথায়?

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের পর কারাকাস থেকে একটি মার্কিন হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়। পরে তাকে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস আইও জিমায় তোলা হয়। যুদ্ধজাহাজে তোলা মাদুরোর একটি ছবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করেন। এরপর কিউবা হয়ে তাকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নেওয়া হয়।

নিউইয়র্কে পৌঁছানোর পর মাদুরোকে যুক্তরাষ্ট্রের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা ডিইএ-এর দফতরে নেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ডিইএ কর্মকর্তাদের কড়া পাহারায় তিনি দফতরের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছেন। পরবর্তীতে তাকে ম্যানহাটনের ডিইএ অফিস থেকে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়।

মাদুরোর বিরুদ্ধে মাদক ও অস্ত্রসংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে। এসব মামলায় তাকে আদালতে হাজির করার প্রস্তুতি নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, সোমবারই তাকে নিউইয়র্কের একটি আদালতে তোলা হতে পারে। যদিও দীর্ঘদিন ধরেই তাকে ‘মাদক সম্রাট’ হিসেবে আখ্যা দেওয়া হলেও এসব অভিযোগ তিনি বরাবরই অস্বীকার করে আসছিলেন।

এদিকে নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে জোরপূর্বক আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজকে বলেন, এটি একটি আইন প্রয়োগকারী সংস্থার অভিযান। তিনি জানান, এ বিষয়ে কংগ্রেসকেও সম্পৃক্ত রাখা হবে। ভেনেজুয়েলা নিয়ে ভবিষ্যতে কী সিদ্ধান্ত নেওয়া হবে, সে বিষয়ে তিনি বলেন, শেষ পর্যন্ত ভেনেজুয়েলার ভবিষ্যৎ নির্ধারণ করবেন সেখানকার জনগণই।

হেগসেথ আরও দাবি করেন, এই অভিযানের ফলে যুক্তরাষ্ট্র নিরাপত্তা ও সমৃদ্ধির দিক থেকে উপকৃত হবে এবং ভেনেজুয়েলার জনগণও এতে লাভবান হতে পারে। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের প্রশংসা করে বলেন, ‘এই বিপজ্জনক বিশ্বে শক্তি ছাড়া শান্তি আসে না।’ পাশাপাশি তিনি জানান, অভিযানের পেছনে যুক্তরাষ্ট্রের জন্য তেল-সমৃদ্ধির বিষয়টিও একটি গুরুত্বপূর্ণ বিবেচনা হিসেবে কাজ করেছে।

সংবাদটি শেয়ার করুন