ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মধুমতি ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে নিয়োগ, লাগবে না অভিজ্ঞতা

ব্যাংকিং খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী তরুণদের জন্য সুখবর দিয়েছে বেসরকারি খাতের মধুমতি ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি ম্যানেজমেন্ট ট্রেইনি পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পদে আবেদন করতে কোনো ধরনের পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ম্যানেজমেন্ট ট্রেইনি পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে তা নির্দিষ্ট করে জানানো হয়নি। আবেদনকারীদের অবশ্যই যেকোনো স্বীকৃত সরকারি, বেসরকারি অথবা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএম, এমবিএ অথবা যেকোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।

শিক্ষাজীবনের পুরো সময়ে প্রার্থীদের ন্যূনতম তিনটি প্রথম শ্রেণি বা বিভাগ অথবা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য নয়—এ বিষয়টি বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

নির্বাচিত প্রার্থীরা এক বছর মেয়াদি ম্যানেজমেন্ট ট্রেইনি ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশ নেবেন। এই সময়ে মাসিক একত্রিত বেতন দেওয়া হবে ৫৫ হাজার টাকা। প্রশিক্ষণকাল সফলভাবে শেষ হলে প্রার্থীদের এক্সিকিউটিভ অফিসার পদে নিয়োগ দেওয়া হবে, যেখানে মাসিক মোট (গ্রস) বেতন হবে ৭০ হাজার টাকা।

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের মধুমতি ব্যাংক পিএলসির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২ ফেব্রুয়ারি ২০২৬।

সংবাদটি শেয়ার করুন