ভারত থেকে চালসহ বিভিন্ন খাদ্যপণ্য আমদানিকে সরকার কোনো রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে দেখছে না; বরং এটিকে স্বাভাবিক বাজার ব্যবস্থার অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে—এমন মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
রোববার (৪ জানুয়ারি) সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের সামগ্রিক খাদ্য পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ভারতের সঙ্গে বিদ্যমান কূটনৈতিক সম্পর্কের কারণে চাল আমদানিতে কোনো প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে খাদ্য উপদেষ্টা বলেন, বাণিজ্যকে রাজনৈতিক বিষয় দিয়ে বিচার করা ঠিক নয়। ভারত থেকে বাংলাদেশ অর্থ পরিশোধের মাধ্যমে চাল ক্রয় করে এবং ভারত বাজারের নিয়ম অনুযায়ী তা বিক্রি করে। এখানে ক্রেতা ও বিক্রেতার সম্পর্কই মুখ্য ভূমিকা রাখে।
তিনি আরও জানান, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অভ্যন্তরীণ সংগ্রহ কার্যক্রম অব্যাহত রয়েছে। সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ৫০ হাজার মেট্রিক টন ধান, ৬ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫৭ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে।




