প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেওয়া সংবর্ধনায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আদালতের মামলা জট কমাতে হলে মিথ্যা মামলা দায়ের বন্ধ করতে হবে।
রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগের ১ নং এজলাস কক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে প্রধান বিচারপতির উদ্দেশে ব্যারিস্টার খোকন বলেন, বিচার বিভাগকে রাজনীতি থেকে দূরে রাখতে হবে এবং সিন্ডিকেট মুক্ত করতে হবে। তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ গঠনে নতুন প্রজন্ম ও সাধারণ মানুষের আশা এবং আকাঙ্ক্ষা বিচার বিভাগের মাধ্যমে প্রতিফলিত হওয়া প্রয়োজন।
বিচার বিভাগকে প্রভাবমুক্ত ও সম্পূর্ণ স্বাধীন করা, নাগরিকের সাংবিধানিক ও মৌলিক অধিকার রক্ষা, মামলা পরিচালনার দীর্ঘসূত্রিতা কমানো এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা প্রধান দায়িত্ব। তিনি বিচার বিভাগের সকল স্তরে বৈষম্য দূর করতে সচেষ্ট থাকার গুরুত্বও উল্লেখ করেন। এছাড়া গত ১৬ বছরের গুম, হত্যা ও মিথ্যা মামলার বিষয়গুলিও বিচার বিভাগের নজরে আনার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বিচার বিভাগের যে কোনো সিন্ডিকেট বন্ধ এবং দুর্নীতি রোধ করা অত্যাবশ্যক। গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের নতুনত্বের প্রত্যয় এবং বিচার বিভাগের সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশ যে ইতিবাচক পথে এগোচ্ছে, সেই যাত্রায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সবসময় প্রধান বিচারপতির পাশে থাকবে।
সংবর্ধনা অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, সিনিয়র আইনজীবী, সাংবাদিক এবং সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।




