ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

স্টারলিংক দিচ্ছে ভেনেজুয়েলাবাসীকে ফ্রি ইন্টারনেট

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা প্রতিষ্ঠান স্টারলিংক ভেনেজুয়েলার জনগণকে বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করার সুযোগ দিয়েছে। এই ঘোষণা আসে এক সপ্তাহের মধ্যে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান পরিচালনা এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার ঘটনা পর।

স্টারলিংক এক্সে দেওয়া পোস্টে জানিয়েছে, আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভেনেজুয়েলার নাগরিকরা বিনামূল্যে স্টারলিংকের নির্বিঘ্ন সংযোগ ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে ভেনেজুয়েলাবাসীর কাছে ব্রডব্যান্ড ইন্টারনেটের অ্যাক্সেস নিশ্চিত করা হবে।

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ৩ জানুয়ারি ভোরে এক অভিযানে মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন বাহিনী। আগামী সপ্তাহে ম্যানহাটানের আদালতে তাদের বিরুদ্ধে আনা মাদক ও অস্ত্র-সংক্রান্ত অভিযোগের বিচার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

ফ্লোরিডার পাম বিচের মার-আ-লাগো বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মাদুরো ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতের কাছে ‘জোরালো প্রমাণ’ রয়েছে। তিনি উল্লেখ করেন, মাদুরোর অপরাধ একদিকে ভয়াবহ, অন্যদিকে হতবাক করে দেওয়ার মতো।

সংবাদটি শেয়ার করুন