ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ঘন কুয়াশা: শাহজালালের ৮ ফ্লাইটের বিকল্প অবতরণ

সকাল থেকে ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আটটি ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে। নামতে না পারার কারণে এসব ফ্লাইট পরে সিলেট, কলকাতা ও হ্যানয় বিমানবন্দরে অবতরণ করে।

রোববার (৪ জানুয়ারি) বিমানবন্দরের এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর একটি সূত্র জানায়, সকাল থেকে চার ঘণ্টা শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকায় ৮টি ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়েছে।

ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৬টি সিলেট বিমানবন্দরে, একটি কলকাতা বিমানবন্দরে এবং একটি হ্যানয় বিমানবন্দরে অবতরণ করেছে।

আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর বিমান ওঠানামা পুনরায় স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন