ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে আ’লীগকে সুযোগ দেওয়ার আবদার অবান্তর: উপদেষ্টা

দেশে নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ বিদ্যমান বলে জানিয়েছেন তথ্য ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটের সুযোগ পায়নি। যারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের জন্য ইনিয়ে-বিনিয়ে আলোচনার চেষ্টা করছেন, তাদের দাবিগুলো সম্পূর্ণ অযৌক্তিক।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রের আয়োজিত একটি মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিচারিক কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নির্বাচনে বা দলীয় কার্যক্রমে অংশগ্রহণের অনুমতি নেই।

সংবাদটি শেয়ার করুন