মার্কিন বাহিনীর ‘অবৈধ অভিযান’-এর পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রে হেফাজতে নেওয়া হয়েছে। তাকে বর্তমানে নিউইয়র্ক অঙ্গরাজ্যের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে, যা হাইপ্রোফাইল বন্দিদের জন্য কুখ্যাত। এই তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যম।
ব্রুকলিনের এই কারাগারে এর আগে আলোচিত ব্যক্তিদেরও রাখা হয়েছিল, যেমন গিসলেইন ম্যাক্সওয়েল ও মার্কিন সংগীতশিল্পী ডিডি কম্বস।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার প্রথমে মাদুরোকে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে রাখা হয়। পরে মাদক ও অস্ত্রসংক্রান্ত একাধিক অভিযোগে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ইনডিক্টমেন্ট) গঠন করা হয়। সবশেষ তাকে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়।
মাদুরো বরাবরই তার বিরুদ্ধে আনা মাদক চক্রের নেতৃত্ব দেওয়ার অভিযোগ অস্বীকার করে আসছেন।
মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হবে। তবে শুনানির সঠিক তারিখ এখনও নির্ধারিত হয়নি।




