ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রহনপুর রেলবন্দরে ১৫ কোটি টাকা রাজস্ব আদায়

চলতি অর্থবছরের (২০১৯-২০) প্রথম ৬ মাসে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলবন্দর থেকে প্রায় ১৫ কোটি টাকা রাজস্ব আদায় করা হয়েছে। এরমধ্যে যাত্রী পরিবহন করে ৮৫ লাখ ৭২ হাজার ২৭২ টাকা এবং ভারত থেকে আমদানি করা পণ্য পরিবহন করে এসেছে ১৩ কোটি ৪২ লাখ ৪১ হাজার ৭৩৪ টাকা। এছাড়া ৭২ হাজার ২৫৬ টাকা আয় হয়েছে মালামাল বুকিং করে।

কিন্তু এই বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কমে যাচ্ছে কারণ রহনপুর রেলবন্দর এখনো পূর্ণতা পায়নি। আমদানিকারকরা এ পথে পণ্য আমদানি কমিয়ে দিয়েছেন বিশেষ করে ইঞ্জিন, ইয়ার্ড সংকটসহ ট্রানশিপমেন্ট সুবিধা না থাকায়। বন্দর সংশ্লিষ্টরা মনে করেন, বন্দরটির অবকাঠামোর উন্নয়ন করা হলে রাজস্ব আদায় আরও বাড়বে।

১ নম্বর প্লাটফর্মে সব সময় অবস্থান করে ভারতীয় পণ্যভর্তি মালবাহী ট্রেন। সেজন্য যাত্রীদের অবস্থানের জন্য নতুন একটি প্লাটফর্ম তৈরি করা হয়েছে। তবে সেখানে সেড না থাকায় দুর্ভোগে পড়ছে যাত্রীরা। রাতে যাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছে ফুটওভার ব্রিজসহ নতুন প্লাটফর্মে আলোর ব্যবস্থা না থাকায়।

এছাড়াও পতিত অবস্থায় পড়ে থাকায় দখলদারদের দখলে চলে যাচ্ছে রহনপুর রেলবন্দরের আশপাশে শত শত বিঘা জমি। বন্দরটি উন্নয়নে কোনো পদক্ষেপ না থাকায় কোনো উন্নয়নমূলক কাজও করতে পারছে না রেল কর্তৃপক্ষ। আমদানিকারকরা মনে করেন, ভারত থেকে আমদানি-রপ্তানি অনেকাংশে বেড়ে যাবে যদি রহনপুর রেলবন্দরে ইঞ্জিন, ইয়ার্ড, ট্রানশিপমেন্ট সুবিধাসহ ওয়্যারহাউস নির্মাণ করা হয়। ভারতের সঙ্গে এ বন্দরের সরাসরি রেল যোগাযোগ শুরু হয় বৃটিশ আমলে।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন