ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

২২০০ টাকায়ও পাওয়া যাচ্ছেনা ১২ কেজির এলপিজি সিলিন্ডার

রাজধানীর অনেক বাসায় লাইনের গ্যাস না থাকায় রান্নার একমাত্র ভরসা এখন এলপিজি সিলিন্ডার। কিন্তু সম্প্রতি কিছু ব্যবসায়ী সরকারি অনুমোদন ছাড়া এলপিজির দাম একলাফে হাজার টাকা বা তার বেশি বাড়িয়ে বিক্রি করছেন, যা সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে ফেলেছে।

ভোক্তারা জানাচ্ছেন, বাজারে পর্যাপ্ত তদারকি না থাকায় অসাধু ব্যবসায়ীরা সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা নিচ্ছেন। এর প্রভাব পড়েছে চা দোকান, হোটেলসহ প্রতিটি গৃহস্থালিতে।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে, ১২ কেজির এলপিজি সিলিন্ডার এখন ২২০০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা দাবি করছেন, সরবরাহ কম থাকায় তারা বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন, তাই বিক্রির দামও বেড়েছে।

বাংলামোটরে চা বিক্রেতা বলেন, “গতকাল ১৩০০ টাকার সিলিন্ডার আজ ২২০০ টাকায় বিক্রি হচ্ছে। হাতে এলেও ডেলিভারি দিতে এক-দুই ঘণ্টা লাগছে। দোকান চালাতে হলে এখন বাধ্য হয়ে দামের তাগিদ মানতেই হবে।”

এক ভোক্তা বলেন, “বৈদ্যুতিক হিটারে রান্না করতে করতে দাম কমবে ভেবেছিলাম, কিন্তু আজ আরও বেড়েছে। ২২০০ টাকা দিয়ে আনতে হলো।”

মগবাজার, নিউমার্কেট, আজিমপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সিলিন্ডার নেই। দোকানি আনিসুর অভিযোগ, “যদি কেউ কিনতে আসে, দিতে পারি না। আবার আনতে গেলে বেশি দামে কিনতে হচ্ছে, তাই বিক্রিও বেশি দামে করতে হচ্ছে।”

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) প্রতি মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজির দাম ঘোষণা করে। ডিসেম্বরের ঘোষণায় দাম নির্ধারিত হয়েছিল ১২৫৩ টাকা। আগামীকাল (৪ জানুয়ারি) জানুয়ারির নতুন দাম কার্যকর হবে।

বিইআরসির এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, “সরবরাহ ঘাটতির কারণে দাম হঠাৎ বেড়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনকে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ পাওয়া স্থানগুলোতে অভিযান চালাতে ভোক্তা অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন