ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

১৬ বছরের স্বৈরাচার পেরিয়ে প্রকৃত ভোটের পথে দেশ: রিজওয়ানা

দীর্ঘ সময় পর দেশে একটি প্রকৃত ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এবারের নির্বাচনে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ বা পক্ষপাতিত্ব থাকবে না।

শনিবার সকালে সিলেট প্রেস ক্লাবে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, প্রায় ১৬ বছরের স্বৈরাচারী শাসনের অবসানের পর এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্বৈরাচারী শাসনব্যবস্থায় প্রশাসন, প্রতিষ্ঠান এমনকি মানুষের মনস্তত্ত্বেও একটি নির্দিষ্ট নিয়ন্ত্রণ কাজ করে। সেই বাস্তবতা থেকে বেরিয়ে এসে আমরা একটি গণ-অভ্যুত্থানের শক্তির ওপর দাঁড়িয়ে নির্বাচন আয়োজন করছি।

তিনি জানান, এই প্রক্রিয়ায় পরাজিত শক্তি নানা প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করতে পারে। বিভিন্নভাবে ভয় ও আতঙ্ক ছড়ানোর চেষ্টাও হচ্ছে। তবে গণ-অভ্যুত্থানের মাধ্যমে যেহেতু সেই অপশক্তিকে মোকাবিলা করা সম্ভব হয়েছে, তাই বাকি চ্যালেঞ্জগুলোও সফলভাবে অতিক্রম করা যাবে বলে সরকার আশাবাদী।

নির্বাচনকালীন পরিস্থিতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ভোটের সময় কিছু রাজনৈতিক উত্তেজনা স্বাভাবিক। তবে সরকার শুরু থেকেই প্রস্তুতি নিচ্ছে, যাতে যেকোনো পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করা যায়। জনগণের ব্যাপক অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন আয়োজনই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, শুধু ভোট গ্রহণ নয় গণভোটের পরিবেশ তৈরি এবং সঠিক প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক প্রক্রিয়া নিশ্চিত করতে সরকার গুরুত্ব দিচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্যসচিব মাহবুবা ফারজানা, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট প্রেস ক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর এবং সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ-এর ব্যুরো চিফ খালেদ আহমদ।

তথ্যসচিব মাহবুবা ফারজানা বলেন, মানুষ যেন ভয়মুক্তভাবে সচেতন সিদ্ধান্ত নিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যেই সরকার কাজ করছে। নির্বাচন যেন সুষ্ঠু, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক হয়, সে বিষয়ে সরকার ও গণমাধ্যম একসঙ্গে দায়িত্ব পালন করতে পারে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম। এতে তথ্য মন্ত্রণালয় ও পিআইবির কর্মকর্তা এবং সিলেট প্রেস ক্লাবের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সিলেটের ৫০ জন সাংবাদিক অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ সমন্বয়ের দায়িত্বে রয়েছেন পিআইবির সিনিয়র প্রশিক্ষক মো. শাহ আলম। প্রথম দিনের প্রশিক্ষক ছিলেন ফ্রিল্যান্স সাংবাদিক জিয়াউর রহমান এবং দ্বিতীয় দিনে প্রশিক্ষণ দেবেন দৈনিক আমার দেশ পত্রিকার ডেপুটি এডিটর সুলতান মাহমুদ।

সংবাদটি শেয়ার করুন