ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়া ছিলেন গণমানুষের নেত্রী: নজরুল ইসলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সদ্য প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শ্রমজীবী মানুষের কল্যাণে অবদানের প্রশংসা করেছেন।

শনিবার বিকেলে বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতি শ্রমজীবী মানুষের ওপর নির্ভরশীল। বেগম খালেদা জিয়া গণমানুষের সত্যিকারের নেত্রী ছিলেন।

নজরুল ইসলাম খান বলেন, জিয়াউর রহমান নিজেকে শ্রমজীবী ঘোষণা করেছিলেন এবং শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করেছিলেন, তেমনি বেগম খালেদা জিয়াও শ্রমজীবী মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন। আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করি এবং সৃষ্টিকর্তা যেন আমাদেরও তাদের মতোই কাজ করার শক্তি দেন।

সংবাদটি শেয়ার করুন