জাতীয় ঐক্যের প্রতীক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ঘোষিত বিভিন্ন কর্মসূচি ভাবগম্ভীর পরিবেশে পালিত হচ্ছে।
এসব কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল রবিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এক শোকসভার আয়োজন করা হয়েছে।
শোকসভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, প্রো-উপাচার্যদ্বয়, কোষাধ্যক্ষ, সাবেক উপাচার্যবৃন্দ, সাবেক প্রো-উপাচার্যবৃন্দ, সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, বিশিষ্ট শিক্ষাবিদবৃন্দ এবং ডাকসু’র ভিপিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, এই শোকসভা আয়োজনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই কমিটি গঠন করেন।
কমিটির সদস্যগণ হলেন- কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. মহিউদ্দিন।




