ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে বহির্বিশ্বের চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের সঙ্গে বিশ্বের সব দেশের সম্পর্ক ভালো। আমরা নিজের উদ্যোগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করছি। বহির্বিশ্বের কোনো চাপের প্রয়োজন নেই।

শনিবার মুন্সিগঞ্জে সরকারি দপ্তর প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আমরা নিজেরাই নির্বাচনের আয়োজন করছি। সময় সংক্ষিপ্ত, তাই ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে নতুন সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করবো। অন্য দেশের চাপের কোনো বিষয় নেই। তারা কতটা ভালো সম্পর্ক রাখবে, সেটা তাদের বিষয়।”

ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফেরত আনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, “বিচারের বিষয়ে তাড়াহুড়ো করার সুযোগ নেই। জড়িতদের বাংলাদেশে ফেরত আনার চেষ্টা চলছে। যদিও তাদের ভারতে থাকার তথ্য আছে, ঠিক কোথায় আছে তা জানা যায়নি। তথ্য পাওয়া গেলে ভারত সরকারকে তাদের ধরার জন্য বলা হতো।”

তিনি আরও বলেন, “বিচার সময় বেঁধে হয় না। তবে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে যাতে আসামিরা যত দ্রুত সম্ভব বিচারের মুখোমুখি হন।”

সংবাদটি শেয়ার করুন