ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ভেনেজুয়েলায় রাতভর বিস্ফো’রণ, সন্দেহের তীর যেদিকে

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে বোমারু বিমান ও বিস্ফোরণের আওয়াজে এলাকা কেঁপে উঠেছে। রাজধানীর প্রধান সামরিক ঘাঁটির কয়েকটি স্থাপনায় আগুন লেগেছে এবং সেখানে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠেছে। খবর রয়টার্স ও আল জাজিরার।

কারাকাসের দক্ষিণে ভেনেজুয়েলার সেনাবাহিনীর প্রধান ঘাঁটি ফরচুনা অবস্থিত। বিস্ফোরণের অধিকাংশ শব্দ এখান থেকেই শোনা গেছে। আল জাজিরা জানিয়েছে, ফরচুনার ভিতরে এবং আশপাশের এলাকায় শুক্রবার রাত থেকে শনিবার ভোরবেলা পর্যন্ত একাধিক বিস্ফোরণ হয়েছে।

বিস্ফোরণের পর থেকেই ফরচুনা ও আশপাশের এলাকা বিদ্যুৎবিহীন। ফরচুনা হলো ভেনেজুয়েলার প্রতিরক্ষা বাহিনীর প্রধান ঘাঁটি। ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। অনেকে ধারণা করছেন, যুক্তরাষ্ট্র মেক্সিকোতে কোনো সামরিক অভিযান শুরু করেছে। অন্যরা মনে করছেন, সেনাবাহিনীর সরকারবিরোধী কর্মকর্তারা প্রেসিডেন্ট মাদুরোকে উৎখাত করার জন্য অভ্যন্তরীণ নাশকতা চালাচ্ছে।

কারাকাসে বিস্ফোরণের পর মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগণে রয়টার্স যোগাযোগ করলেও কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একাধিকবার ভেনেজুয়েলায় স্থল অভিযানের পক্ষে বক্তব্য দিয়েছেন। ২৯ ডিসেম্বর তিনি জানিয়েছেন, তিনি চাইছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করে দেশ ত্যাগ করুন।

প্রসঙ্গত, ২০১৭ সালে প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের সময় থেকেই তিনি মাদুরোকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করছেন। ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে পদার্পণ করার পরও তার মনোভাব অপরিবর্তিত রয়েছে। পাশাপাশি, ট্রাম্প ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করেছেন এবং ট্যাংকার জাহাজগুলোর ওপর সর্বাত্মক অবরোধ জারি করেছেন।

সংবাদটি শেয়ার করুন