দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় একত্রে হাজির হতে চলেছেন ওপার বাংলার জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী। খবর অনুযায়ী, আগামী ২০২৬ সালের দুর্গাপূজার সময় তাদের নতুন সিনেমাটি মুক্তি পেতে পারে।
২০২৫ সালে ‘ধূমকেতু’ সিনেমার মাধ্যমে প্রায় ১০ বছর পর পর্দায় ফিরে আসেন দেব-শুভশ্রী। কিন্তু সিনেমার প্রচারণার সময় শুভশ্রীর অনুপস্থিতি এবং দুই তারকার মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের কারণে সম্পর্কের অবনতি ঘটে।
দীর্ঘ সময়ের মান-অভিমান কাটিয়ে আবারও তাদের একসঙ্গে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছে। ভারতীয় গণমাধ্যমের খবর, সম্প্রতি পরিচালক ও অভিনেতা পরমব্রত চ্যাটার্জির এক পারিবারিক অনুষ্ঠানে তাদের দীর্ঘক্ষণ আলাপ করতে দেখা যায়, যা নতুন সিনেমা তৈরির সম্ভাবনাকে আরও জোরালো করেছে।
এখন পর্যন্ত নতুন সিনেমার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে গুঞ্জন আছে, এটি দেবের ব্যবসাসফল সিনেমা ‘খাদান’-এর সিক্যুয়াল হতে পারে। সিনেমাটিতে প্রেম, অ্যাকশন ও রোম্যান্সের সংমিশ্রণ থাকবে বলে জানা গেছে।
আগেও দেব-শুভশ্রী একাধিক সাক্ষাৎকারে বলেছিলেন, ভবিষ্যতে প্রয়োজন হলে তারা আবার জুটি বাঁধতে পারেন। সেই ঘোষণা শুনে ভক্তরা আশায় বুক বেঁধেছিলেন, এবং এবার সেই অপেক্ষার অবসান হতে পারে।
গত দেড় দশকে দেব-শুভশ্রী জুটি ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘চ্যালেঞ্জ’, ‘খোকাবাবু’ ও ‘খোকা ৪২০’-এর মতো একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। তবে ব্যক্তিগত ও পেশাগত কারণে দীর্ঘ সময় ধরে তাদের একসঙ্গে পর্দায় দেখা যায়নি।




