ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-৯: তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়পত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করেন। মনোনয়পত্র বাতিলের খবর প্রকাশের সঙ্গে সঙ্গে তাসনিম জারা জানিয়েছেন, তিনি নির্বাচন কমিশনে আপিল করবেন।

প্রার্থী তাসনিম জারা জানিয়েছেন, মনোনয়নপত্র বাতিলের মূল কারণ দুইজন ভোটারের তথ্য যাচাইয়ে গরমিল ধরা পড়া। তিনি বলেন, এই দুই ভোটারের মধ্যে একজনকে কোনোভাবে ধারণা ছিল না যে তিনি ঢাকা-৯ আসনের ভোটার নন। আরেকজনের ক্ষেত্রে, এসআইডির হার্ড কপির ঠিকানার তথ্য অনুযায়ী তিনি জানতেন যে তিনি আসনভুক্ত। তবে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তিনি আসনের ভোটার নন।

এর আগে, গত ২৭ ডিসেম্বর একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করার পর ঢাকা–৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তাসনিম জারা।

সংবাদটি শেয়ার করুন