ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামী আন্দোলনের ৯ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী ৯ জানুয়ারির জাতীয় মহাসমাবেশ স্থগিত করার ঘোষণা দিয়েছে। দলের কেন্দ্রীয় কমিটির নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে উপস্থিত ছিলেন দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের নেতৃত্বে সিনিয়র নেতৃবৃন্দ।

আগের সভায় শহীদ ওসমান হাদির হত্যাকারী গ্রেফতার, আইন-শৃঙ্খলার উন্নয়ন এবং সমতাভিত্তিক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে প্রাথমিক নিয়োগ পরীক্ষা এবং নির্বাচনী পরিবেশের প্রতি সম্মান জানিয়ে সেই মহাসমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত পুনর্বিবেচিত হয়।

কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম, কেএম আতিকুর রহমান এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক।

সংবাদটি শেয়ার করুন