ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দ্র দখল করতে আসলে ছাড় দেব না: হাসনাত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ প্রার্থী হাসনাত আব্দুল্লাহ স্পষ্টভাবে জানিয়েছেন, গত ১৪ মাসে তিনি একটুকরো চায়ের টাকাও দুর্নীতিতে লিপ্ত হননি। তিনি বলেন, “সারা বাংলাদেশকে সাক্ষী রেখে বলতে পারি, একটিও মানুষ আমার বিরুদ্ধে এমন অভিযোগ আনতে পারবে না।”

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে দেবিদ্বার পৌরসভার মিলনায়তনে দেবিদ্বার উপজেলা জামায়াতের আয়োজন করা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মো. সাইফুল ইসলাম শহীদ। তিনি এই আসনে পূর্বে জামায়াত মনোনীত প্রার্থী ছিলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “যারা অতীতে কেন্দ্র দখল করেছেন বা তা করতে চাইছেন, তাদের আমরা বিন্দুমাত্র ছাড় দেব না। আমরা সংস্কার ও ইনসাফপূর্ণ সমাজ গড়ার লক্ষ্যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করব।”

তিনি প্রার্থী ও ভোটপ্রক্রিয়া নিয়ে বিভিন্ন বিভাজন ও প্রচেষ্টার প্রতি সতর্ক করে বলেন, “আমাদের সচেতন থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের উপর অন্যায় করা হবে না, ততক্ষণ আমাদের নীতি স্পষ্ট। যদি কেউ মানুষের ভোটাধিকার হরণ করতে বা কেন্দ্র দখল করতে আসে, আমরা তাকে ছাড় দেব না। প্রশাসন, পুলিশ বা অর্থের মাধ্যমে নির্বাচনে প্রভাব বিস্তার করার চেষ্টা করলে আমরা কঠোরভাবে দাঁড়াব।”

হাসনাত আব্দুল্লাহ বলেন, “যারা ভাবছেন নির্বাচন হচ্ছে ঋণখেলাপি পরিশোধের সুযোগ, তাদের জানাই—আমরা জনগণের সঙ্গে মিলিত হয়ে প্রতিরোধ করব। ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় আমাদের সংকল্প অটুট।”

তিনি বেগম খালেদা জিয়ার সাহস ও আদর্শের কথাও উল্লেখ করে বলেন, “বেগম খালেদা জিয়া সকলের প্রিয় নেতা। দীর্ঘদিন জেলবন্দি থাকলেও তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি। তাঁর রাজনৈতিক জীবন আমাদের জন্য শিক্ষা; আমরা ভবিষ্যতে এ রাজনীতির ধারাই অব্যাহত রাখব।”

সংবাদটি শেয়ার করুন