ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

দূষিত পানি পান করায় ভারতে ৯ জনের মৃ’ত্যু

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে দূষিত পানি পান করায় মৃত ও অসুস্থের সংখ্যা ক্রমেই বাড়ছে। কর্তৃপক্ষের তথ্যমতে, এপর্যন্ত ৯ জন মারা গেছেন এবং মৃত্যুর সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। একই সময়ে ভাগীরথপুরা এলাকার কমপক্ষে ২০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব মৃতদের পরিবারকে দুই লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া দায়িত্বে অবহেলার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসন যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, ভাগীরথপুরা এলাকার পানির পাইপলাইনে ছিদ্র ধরা পড়েছে। ওই জায়গায় একটি শৌচাগার নির্মাণ করা হয়েছিল। এই ছিদ্র দিয়েই দূষিত পানি পাইপলাইনে প্রবেশ করেছে বলে আশঙ্কা করা হচ্ছে। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েক দিন ধরেই পানিতে দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল। তারা বিষয়টি কর্তৃপক্ষকে জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

দূষিত পানি পান করায় এলাকার বাসিন্দারা ডায়রিয়াসহ একাধিক অসুখে আক্রান্ত হয়েছেন। পুরো ঘটনা খতিয়ে দেখার জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন