ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নতুন বছরে ব্যস্ত সূচিতে বাংলাদেশ ক্রিকেট দল

বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে নতুন বছর শুরু করবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে, যা ফেব্রুয়ারি-মার্চে ভারতশ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবেআইসিসি ইতিমধ্যেই বিশ্বকাপের সূচি প্রকাশ করেছেবিশ্বকাপ শেষ হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে বছরের বাকি সময়ের সাতটি দ্বিপাক্ষিক সিরিজের সূচি।

এই সূচি অনুযায়ী ঘরের মাঠে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলের সঙ্গে লড়বে টাইগাররা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ‘সি’ গ্রুপে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালির সঙ্গে খেলে। বিশ্বকাপ ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে। বিশ্বকাপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে টাইগাররা দ্বিপাক্ষিক সিরিজে নামবে। মার্চে বাংলাদেশ পাকিস্তান সফরে তিনটি ওয়ানডে খেলবে। এপ্রিল-মে মাসে নিউজিল্যান্ড বাংলাদেশে এসে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। মে মাসে আবার পাকিস্তান বাংলাদেশে দুইটি টেস্ট খেলবে।

জুনে ঢাকায় আসবে অস্ট্রেলিয়া এবং তাদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগস্টে ভারত সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। অক্টোবর মাসে ওয়েস্ট ইন্ডিজ ঢাকায় এসে দুটি টেস্ট ম্যাচ খেলবে। এছাড়া মে মাসে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে শ্রীলঙ্কা ‘এ’ দলের দুটি চারদিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে।

এই ব্যস্ত সূচির মধ্যে টাইগারদের জন্য সময় কাটবে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট মিলিয়ে।

বাংলাদেশ বনাম পাকিস্তান তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ১২, ১৪ ও ১৬ মার্চ; বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড তিনটি ওয়ানডে ১৭, ২০ ও ২৩ এপ্রিল এবং তিনটি টি-টোয়েন্টি ২৭, ২৯ এপ্রিল ও ২ মে; বাংলাদেশ বনাম পাকিস্তান দুটি টেস্ট ৮-১২ ও ১৬-২০ মে; বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া তিনটি ওয়ানডে ৫, ৮ ও ১১ জুন এবং তিনটি টি-টোয়েন্টি ১৫, ১৮ ও ২০ জুন; বাংলাদেশ বনাম ভারত তিনটি ওয়ানডে ১, ৩ ও ৬ সেপ্টেম্বর এবং তিনটি টি-টোয়েন্টি ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর; বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ দুটি টেস্ট ২৮ অক্টোবর-১ নভেম্বর ও ১৬-২০ নভেম্বর। এছাড়া মে মাসে বাংলাদেশ ‘এ’ বনাম শ্রীলঙ্কা ‘এ’ দুইটি চারদিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলবে।

সংবাদটি শেয়ার করুন