ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনের জন্য ছেড়েছিলেন যুক্তরাজ্যের নাগরিকত্ব, কিন্তু বাতিল হলো মনোনয়নপত্র

নাটোরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাচাই-বাছাই শেষে সাতজন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন জেলা প্রশাসন, যার মধ্যে রয়েছেন যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগকারী খেলাফত মজলিসের প্রার্থী ড. মো. আজাবুল হক।

খেলাফত মজলিসের হয়ে নাটোর -১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেন তিনি। দাখিল করা হলফনামায়ও বলা হয়েছিল ২০ ডিসেম্বর যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করার কথা। এর ১০ দিনের মাথায় বাতিল হলো তার মনোনয়ন পত্র।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আসমা শাহীন নাটোর জেলার চারটি আসনের মনোনয়ন যাচাই শেষে এই সিদ্ধান্ত জানান। মোট ৩৫ জন প্রার্থীর মধ্যে সাতজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

প্রার্থিতা বাতিলের বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও খেলাফত মজলিসের প্রার্থী ড. মো. আজাবুল হকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বাতিল হওয়া অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন নাটোর-১ আসনের গণসংহতি আন্দোলনের সেন্টু আলী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরচালক দলের বাবু হোসেন। নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে এনপিপির জিএএ মুবিন ও স্বতন্ত্র প্রার্থী সাবেক সচিব ও জাতীয় পার্টির নেতা ড. নূরুন্নবী মৃধার মনোনয়নও বাতিল করা হয়েছে। এ ছাড়া নাটোর-৩ (সিংড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন এবং বিএনপির (বিদ্রোহী) প্রার্থী ফাতেমা খানমের মনোনয়নপত্র বাতিলের তালিকায় রয়েছে।

জেলা রিটার্নিং অফিসার জানান, মনোনয়ন বাতিলের পর এখন নাটোর-১ আসনে ১০ জন, নাটোর-২ আসনে ৬ জন, নাটোর-৩ আসনে ৭ জন এবং নাটোর-৪ আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন।

সংবাদটি শেয়ার করুন