বিএনপি রাজধানী ঢাকাসহ সারাদেশে রাজনৈতিক ব্যানার ও পোস্টার সরানোর উদ্যোগ নিয়েছে। দলীয় কর্মকাণ্ডের অংশ হিসেবে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এটি বাস্তবায়ন করা হচ্ছে। তবে, দলের চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশের ব্যানারগুলো কিছুদিন ধরে রাখা হবে।
শুক্রবার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত থেকে কার্যক্রমের নির্দেশনা দেন। বৈঠকের পরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ব্যানার ও পোস্টার সরানোর কাজের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান, দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবীন, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সহসভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ, ছাত্রদলের রাজু আহমেদ ও ডা. তৌহিদুর রহমান আউয়াল উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, “রাজনৈতিক মত প্রকাশের জন্য ব্যানার পোস্টার গুরুত্বপূর্ণ হলেও, এগুলো শহরের সৌন্দর্য ও নান্দনিকতা নষ্ট করছে। তাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন এগুলো সরানোর জন্য। আমরা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং অন্যান্য অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে স্বেচ্ছাশ্রমে ব্যানার অপসারণের কাজ শুরু করেছি। খালেদা জিয়ার শোক প্রকাশের ব্যানার কয়েকদিন থাকবে।”
রিজভী আরও বলেন, “প্রতিটি কর্মসূচি শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট ব্যানার সরানো উচিত। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা আজ ঢাকা মহানগরীতে কাজ শুরু করেছি। একইভাবে সারাদেশে এই কার্যক্রম চলমান থাকবে।”




